পৃষ্ঠাসমূহ

April 25, 2011

PC Troubleshooting(যারা নতুন কম্পিউটার ব্যবহার কারী তাদের জন্য)(পর্ব-১)

সবাইকে আমার  টিউনে স্বাগতম।আসা করি সবাই ভাল আছেন।

আমার এই টিউনটি নতুন কম্পিউটার ব্যবহার কারিদের কাজে আসবে বলে আসা করি।যদি কারো কাজে আসে তাহলে আমার কষ্ট করে লিখার কিছুটা সার্থকতা আসবে।
দুনিয়াতে একজন মানুষের রোগ-চিন্তা-চাহিদা অর্থ্যাৎ সব কিছু মিলিয়ে সমস্যার যেমন শেষ নেই তেমনিই একটি কম্পিউটারের বেলায় সমস্যার কোন অভাব নাই।আর এই জন্য computer এর ক্ষেত্রে প্রথমে trouble খুজতে হবে এবং সেটি কি সমস্যা তা বুঝেই Shooting করতে হবে।
আজকের বিষয়ঃ পাওয়ার সংক্রান্ত সমস্যা।
১.সমস্যাঃ সিস্টেম ইউনিট এবং  মনিটরের পাওয়ার আসেনা।
সমাধানঃএইক্ষেত্রে প্রথমে লক্ষ্য করতে হবে-মাল্টিপ্লাগ এবং মেইন সকেটটিতে পাওয়ার আছে কিনা।যদি না পায় তাহলে কম্পিউটারের পাওয়ার কেবল এবং পাওয়ার সাপ্লাইটি চেক করতে হবে।
2.সমস্যাঃ সিস্টেম ইউনিট পাওয়ার পায় কিন্তু মনিটরের পাওয়ার আসেনা।
সমাধানঃ মনিটরের পাওয়ার ক্যাবল টি লুজ অথবা নষ্ট থাকতে পারে।মাল্টি প্লাগটি এবং মনিটরটি অন্য কোথাও লাগিয়ে দেখা যেতে পারে।
৩.সমস্যাঃ সিস্টেম ইউনিট পাওয়ার পায় না কিন্তু মনিটরের পাওয়ার পায়।
সমাধানঃপাওয়ার সাপ্লাইটি ভাল ভাবে চেক করতে হবে।পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার সঠিক থাকলে মাদারবোর্ডটি চেক করতে হবে।
৪.সমস্যাঃ কম্পিউটার অন করার পর বুট হওয়ার সময় হটা পাওয়ার অফ হয়ে যায়।বারবার এই রকম হতে থাকে।
সমাধানঃএইটি সাধারনত পাওয়ার সাপ্লাই এর কারনে হয়ে থাকে।এই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটি বদলাতে হবে।প্রয়োজনে পাওয়ার সাপ্লাইটি বদলাতে হবে।প্রয়োজনে বায়োস সেটিং এবং মাদারবোর্ড চেক করতে হবে।
৫.সমস্যাঃপিসি কিছুক্ষন কাজ করার পর হটাত বন্ধ হয়ে যায় আবার ইন্টারনেট ব্রাউজিং এর সময় ও বন্ধ হয়ে যায়।
1.   প্রথমে my computer থেকে control panel প্রবেশ করুন।
2.  পাওয়ার অপশনটি অপেন করুন।
3.  টার্ন অফ মনিটর,হার্ডডিস্ক,ড্রপ ডাউন বক্স থেকে never নির্বাচন করে ওকে করুন।
সমাধান না হলে শক্তিশালী নতুন ভার্সনের কোনো এন্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাস ক্লিন করে নিন।

No comments:

Post a Comment