পৃষ্ঠাসমূহ

June 16, 2011

শখ ও বিন্দুর নাকি ভিডিও আসবে

সিডি নিউজ২৪.কম, খাইরুজ্জামান সেতু ০৩ এপ্রিল : চলচ্চিত্রকার স্থপতি এনামুল কবীর নির্ঝর এবং উপস্থাপিকা চৈতির একটি পর্ণো ফুটেজ মোবাইল ফোনের মেমোরি কার্ডে করে সবার হাতে হাতে ঘুরছে। নিয়ে ­্ল্যামার জগতে অনেক কানাঘুষা শোনা যাচ্ছে। চায়ের কাপে আলোচনার ঝড় তোলে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে চৈতি ঠিক আছে। কিন্তু পুরুষটি নির্ঝর নয়। তাহলে কে? ঝটপট জবাব আসছে হবে রাজীবের মত কেউ একজন। রাজীব পুরনো ঢাকার একজন ব্যবসায়ী। তার বাগদান হয়েছিল নাট্যাভিনেত্রী প্রভার সঙ্গে। কিন্তু প্রভা সেই বিয়ের প্রতিশ্রুতি ভেঙ্গে দিয়ে বিয়ে করেন অভিনেতা অপূর্বকে। তারপরই বাজারে আসে রাজীব-প্রভার পর্ণো ভিডিও চিত্রটি। এই নিয়ে ­্ল্যামার জগতে তোলপাড় শুরু হয়ে যায়। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন প্রভা, অপূর্ব এবং রাজীব। এই পর্ণোগ্রাফিটি বাজার থেকে উধাও করার উদ্যোগ নেয় তারা সকলেই। আইন-শৃংখলা বাহিনী ্যাব উদ্যোগ নিয়ে বাজার থেকে প্রভা রাজীবের কিছু সিডি উদ্ধার করে। তাতে কি সমস্যা সমাধান হওয়ার মত? একবার যদি গায়ে কলংকের দাগ লেগে যায় তার রেহাই পাওয়া সত্যিই কঠিন। ঘটনার অব্যবহিত পর প্রভা অনেক দিন সংবাদ থেকে আত্বগোপন করে থাকেন। সম্প্রতি শোনা যাচ্ছে তিনি আবার লেখাপড়ায় ফিরে গেছেন। কোনো শিক্ষার্থী তার কাছে ব্যাপারে কোনো কৌতুহল প্রকাশ করেননি।

দেশীয় ­্ল্যামার জগতে রাজীব প্রভার ঘটনাটিই প্রথম নয়। যখন এদেশের প্রযুক্তি আজকের মত উন্নত ছিল না। তখন তারকাদের এসব অপকর্মের প্রকাশ ছিল ভিন্ন আঙ্গিকে। স্থিরচিত্রের মাধ্যমে তারকাদের বিবস্ত্র ছবি সবার হাতে হাতে ঘুরতো। প্রযুক্তিগত উন্নয়ন ঘটার সঙ্গে সঙ্গে প্রথম বাজারে আসে শ্রাবন্তী দত্ত তিন্নি হিল্লোলের পর্ণো ছবি। পরে তিন্নি খুব দ্রুতই হিলে­ালকে বিয়ে করে ফেলেন। হিল্লোল তিন্নির বিষয় নিয়ে আলোচনা দানা বেঁধে ওঠার আগেই তা থিতিয়ে যায়। এমন একটি আলোচনা আসে দীপা খোন্দকার এবং জিএমজি এয়ার লাইন্সের একজন পাইলটকে জড়িয়ে। তিনিও দ্রুত বিয়ে করে ফেলেন। তাতে তিনি সমালোচনার হাত থেকে রেহাই পান।

বর্তমান সময়ে নোভার একটি অবমুক্ত বে ছবি ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়। সেটা কোনো ধরনের সাইবার ক্রাইম কিনা বলা যাচ্ছে না। অভিনেত্রী শখও পর্ণো স্ক্যান্ডেলে জড়িতে যেতে পারেন বলে ­্ল্যামার জগতের কেউ কেউ বলছেন। বিন্দুকে নিয়ে অনেক মুখরোচক ঘটনাই শোনা যায়। বিশেষ করে একটি তাৎপর্যহীন পুরস্কার অনুষ্ঠানে আমেরিকা যাওয়ার পর থেকে এসব ঘটনা রটনার সুত্রপাত হয়েছে। তাকে নিয়ে নাকি মার্কিন মুলুকেই ধরনের ফুটেজ তৈরি হয়েছে।

­্ল্যামার জগতকে কেন্দ্র করে এসব বিষয় আলোচনা হওয়ার কারণে শিক্ষিত অভিজাত পরিবার থেকে ছেলেমেয়েদের জগতে আসার যে প্রবাহ তৈরি হয়েছিল, তা যেন হঠাৎ করেই থমকে গেছে। বিশেষ করে প্রভার ঘটনাটি সবাইকে হকচকিয়ে দিয়েছে। তারকাদের পর্ণো খেলা ­্ল্যামার জগতের একটা অবক্ষয়িত দিক নির্দেশ করে।

একজন বললেন, নতুন ছেলেমেয়েরা ­্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হয়েই দ্রুত কোটিপতি হয়ে যেতে চায়। কিছু জাতীয় বহুজাতিক কোম্পানি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করার অফার দিয়েও ­্লীলতা হানির ঘটনা ঘটাচ্ছেন। একটি পানীয়র বিজ্ঞাপনচিত্রে অভিনয় করার লোভে মালিকের হাতে নিগৃহীত হওয়ার পর রুনা নামের একটি মেয়ে রাজধানী ছেড়ে দেন। তার নগ্ন কামকলার ভিডিও ফুটেজ এখনো মোবাইল ফোন মেমোরিতে রয়ে গেছে। কিন্তু জিগগ্যেস করলেই শুনতে হয় তিনি মডেল হবেন। মডেল হওয়ার স্বপ্ন লালিত অনেক মেয়েই সম্ভ্রম হারিয়ে ঘরে ফিরে যাচ্ছেন নীরবে। আত্বহত্যা বা হত্যার মধ্য দিয়ে প্রতারিত এসব মেয়েদের পরিসমাপ্তি ঘটছে কারো কারো জীবনের।

No comments:

Post a Comment