বারবার মিসকল বা কল দিয়ে ডিস্টার্ব করছে? এই সমস্যাটি সাধারনত বেশি ভোগে মেয়েরা, উটকো কুরুচীপূর্ন মানুষ মেয়েদের নম্বর জোগার করে মিসকল দিয়ে বা কল করে বিরক্ত করে। বাধ্য হয়ে অনেকে সিম পরিবর্তন করেন, যার ফলে পরিচিত জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়। এই সব উটকো কলারদের ঠেকানোর জন্য একটি সফটওয়্যার হচ্ছে MCleaner
। চমৎকার এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই আপনি এইসব ডিস্টার্বিং নম্বরকে Black Listed করে দিতে পারেন অর্থাৎ তারা আর কখনওই আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এর পরপরই সফটওয়্যারটি ওপেন করেই রেজিস্ট্রেশন কোড নম্বর 46998375 অথবা 55092411 বসিয়ে দিন। এখন আপনি এর রেজিস্টার্ড ইউজার হয়ে গেছেন। এবার Black List এ ক্লিক করুন।
এখানে Select এ ক্লিক করে New দিয়ে আপনি যে নম্বরটি বন্ধ করতে চান তার জন্য টাইটেল এবং মোবাইল নম্বরটি দিন।
চাইলে আপনি মোবাইল নম্বরটি আপনার মোবাইলের ফোনবুক থেকে Import করেও নিতে পারেন। Setup এ গিয়ে আপনি সফটওয়্যারটির Setting আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিন।
এখন আপনার Black List করা নম্বরগুলো থেকে কোন কল আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না।
। চমৎকার এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই আপনি এইসব ডিস্টার্বিং নম্বরকে Black Listed করে দিতে পারেন অর্থাৎ তারা আর কখনওই আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এর পরপরই সফটওয়্যারটি ওপেন করেই রেজিস্ট্রেশন কোড নম্বর 46998375 অথবা 55092411 বসিয়ে দিন। এখন আপনি এর রেজিস্টার্ড ইউজার হয়ে গেছেন। এবার Black List এ ক্লিক করুন।
এখানে Select এ ক্লিক করে New দিয়ে আপনি যে নম্বরটি বন্ধ করতে চান তার জন্য টাইটেল এবং মোবাইল নম্বরটি দিন।


No comments:
Post a Comment