আপনারা অনেকে নিজেদের মোবাইলকে অন্যদের ব্যবহার করার হাত থেকে বাচাতে সিকিউরিটি পাসওয়্যার্ড দিয়ে লক করে রাখেন। অনেক সময় কিছুদিন সিকিউরিটি লক ব্যবহার না করার কারনে পাসওয়্যার্ড ভুলে গিয়ে মহা সমস্যায় পড়তে হয়। সবচেয়ে বেশী সমস্যায় ভুগতে হয় সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনলে, কারন এইসব সেটের ডিফল্ট লক কোড পরিবর্তন করা থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ছোট একটি সফটওয়্যার Unlock Me ব্যবহার করে
।
সফটওয়্যারটি নিচে দেয়া লিংকটি থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার সফটওয়্যারটি ওপেন করুন।
এরপর Option থেকে Unlock এ ক্লিক করুন।
এবার সফটওয়্যারটি অটোমেটিক ভাবে বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল পাসওয়্যার্ডটি বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফটওয়্যারটির ২ থেকে ৩ মিনিটের মত সময় লাগে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর তাই আপনি এটি কাজ করা অবস্থায় মিনিমাইজ করে রাখুন। সফটওয়্যারটি যখন আপনার পাসওয়্যার্ডটি পেয়ে যাবে তখন এটি একটি বিপ দিয়ে আওয়াজ করবে।
তখন সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ করুন, দেখবেন সফটওয়্যারটি আপনার পাসওয়্যার্ড টি দেখাচ্ছে। এখানে আমার পাসওয়্যার্ড ১২৩৪৫ তাই Unlock Code: ১২৩৪৫ দেখাচ্ছে।
ডাউনলোড লিংক : Unlock Me
।
সফটওয়্যারটি নিচে দেয়া লিংকটি থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার সফটওয়্যারটি ওপেন করুন।
এরপর Option থেকে Unlock এ ক্লিক করুন।
ডাউনলোড লিংক : Unlock Me



No comments:
Post a Comment