পৃষ্ঠাসমূহ

May 11, 2011

Install Bangla Language in Blog- ব্লগ তৈরীর টিউটোরিয়াল আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল

আজ আমি আমাদের ওয়েবসাইটে বাংলা ভাষা কিভাবে ইন্সটল করতে হবে সেই বিষয়ে লিখব তবে যারা ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইটকে ইংলিশ করতে চান তাদের জন্য এই পোস্ট না। কিভাবে করবেন আপনার ব্লগ ওয়ার্ডপ্রেস বাংলায় রুপান্তর তার বর্ননা নিম্নে দেওয়া হল
১ম ধাপ
প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস এখান যান এখানে ২টি ফাইল পাবেন তা একটি bn_BD.mo এবং অন্যটি bn_BD.po থেকে bn_BD.mo ফাইলটি ডাউনলোড করে
নিন এখানে bn_BD.po ফাইলটি ডাউনলোড করে Poedit দিয়ে আপনার পছন্দ মত শব্দ ব্যবহার করতে পারবেন
২য় ধাপ:
এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
৩য় ধাপ:
এবার আপনার File Management এর নিচে online file manager ক্লিক করুন
৪র্থ ধাপ :
online file manager ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন
৫ম ধাপ :
htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করার পর wp-config ফাইলটি ডাউনলোড করে নিন। এবার এটি যে কোন text editor বা Notepad দিয়ে অপেন করুন open করুন
৬ষ্ট ধাপ :
এবার define (‘WPLANG’, ”); খুঁজে বের করুন এবং এখানে WPLANG এর পরে (“) চিহ্ন দুটির মাঝে bd_BD লিখুন এরকম হবে define (‘WPLANG’, ‘bn_BD’); এবার ফাইলটি সেভ করে wp-config.php করুন তারপর wp-config ফাইল্টা মুছে ফেলে আপনার সেভ করা ফাইল টা আপলোড করে দিন
৭ম ধাপ
এবার আপনি wp-content বা wp-includes ফোল্ডারের ভেতরে প্রবেশ করুন। এবং তার ভি ভেতরে languages নামে একটি ফোল্ডার তৈরী করুন তার ভিতর আপনার ডাঊণলোড করা bn_BD.mo ফাইল টা languages ফোল্ডারের ভেতরে আপলোড করুন। ব্যস কাজ শেষ
আপনি যদি সম্পুর্ন কাজ টি সঠিক ভাবে করতে পারেন তাহলে নিচের স্কিনশর্ট টার মত দেখাবে

No comments:

Post a Comment