পৃষ্ঠাসমূহ

June 7, 2011

BIOS & UEFI - দিন বদল বায়োস এর পরির্বতে ইউইএফআই

বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা 'বায়োস'-এর সঙ্গে কম্পিউটার ব্যবহারকারীরা কমবেশি সবাই পরিচিত কিন্তু এর দিন শেষ হয়ে যাচ্ছে এর পরির্বতে আসছে "ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস" বা "ইউইএফআই"

 বায়োস হলো এক ধরনের চিপ বা হার্ডওয়্যার যেখানে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম লোড করা থাকে বায়োসে কিছু রম্নটিন টাইম বিল্ট-ইন থাকে যা পাওয়ার অন সেলফ টেস্ট, সংঙ্গে পিওএসটি (POST) নামে পরিচিত বায়োস সাধারণত কম্পিউটার বুটিং এবং কম্পিউটারে সংযোজিত বিভিন্ন ইন্সট্রুমেন্ট যেমন- রম প্রসেসর, ডিস্ক ড্রাইভ, ডিসপ্লে ইত্যাদি চেক করে থাকে

এই বায়োসই পরিবর্তন হতে চলেছে, যা এখন সময়ের ব্যাপার
আর এর পরিবর্তে আরো আধুনিক, আরো শক্তিশালী সময়ের সাথে তাল মিলিয়ে এবং হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্যতা রেখেই আগামী কিছু দিনের মধ্যেইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেসসংক্ষেপেইউইএফআইনামক প্রযুত্ত্নির আবির্ভাব ঘটবে এই ইউইএফআই অপারেটিং সিস্টেমের প্রাথমিক পরিবেশে খুব ভালভাবে কাজ করতে পারে তাছাড়া আমরা কোনো আসন্ন ইসু সম্পকেও খুব সহজেই জানতে পারব

আপনি হয়তো ইতোমধ্যে ইউইএফআই-এর সম্পর্কে শুনে থাকবেন কিন্তু এর প্রথম নাম ছিলইএফআইপরে তাইউইএফআইনামকরণ করা হয়েছে প্রথম পদক্ষেপ হিসেবে ইন্টেল ২০০৩ সালে ইটারিয়ামের আইএ৬৪ দ্বারা তৈরি ইএফআইকে বুট করতে সচেষ্ট হয় সমগ্র এই ধারণাটি ইউনিফাইড ইএফআই ফোরামের হাতে ন্যাস্ত ছিল যারা এই নতুন সিস্টেমকে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার জন্য ব্যবস্থা নিবে এবং প্রমোট করবে বর্তমানে এই ফোরামের মূখ্য সদস্যরা হলেন- এএমডি, এএমআই, অ্যাপল, ডেল, এইচপি, আইবিএম, ইনসাইড, ইন্টেল, লেনেভো, মাইত্র্নোসফট এবং ফিনিক্স বায়োস ১৬বিট রিয়েল মুড এক্স৮৬ হার্ডওয়্যারের উপর নির্ভর করে কিন্তু ইউইএফআই সম্পূর্ণ হার্ডওয়্যারের স্বাধীনতা এবং ইন্টারফেসের স্পিলিটের মাধ্যমে বুট এবং রান টাইম সার্ভিসের সুবিধা প্রদান করে

No comments:

Post a Comment