পৃষ্ঠাসমূহ

June 16, 2011

সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন ডাউনলোড করুন

লিনাক্সে পোর্টেবল এপ্লিকেশন লিনাক্সপ্রেমীদের অনেকদিনের চাওয়া । ইউনিভার্সিটির ল্যাবে লিনাক্স (উবুন্টু) অপারেটিং সিস্টেম পিসি থাকায় আমার প্রায়ই একটা সমস্যা হত। কোনো মিডিয়া ফাইল ডাউনলোড করার পরে তা প্লে করা যেত না কোডেক ইন্সটল করা না থাকার কারনে। আবার ইচ্ছা করলেও কোডেক ইন্সটল করে নেয়া যেত না, কেননা ছাত্রদের এডমিনিস্ট্রেটর একাউন্টে থেকে নেট একসেস করার সুবিধা নেই। তখন ডাউনলোড করা গান বা ভিডিও চালিয়েও দেখতে পারতাম না যে আসল ফাইল ডাউনলোড হয়েছে কি না। এছাড়াও, আরেকটি সমস্যা ছিল। সেটি হল এডমিন একাউন্ট না হওয়ায় পছন্দসই সফটওয়্যার ইন্সটল করতে পারতাম না।

খুঁজতে লাগলাম সমাধানের আশায়। তখন গুগলিং করে পেয়ে গেলাম এই সাইটটি। নিজেকে অনেক বোকা বোকা মনে হল। এতদিন ধরে এই সাইট লিনাক্সের পোর্টেবল সফটওয়্যার দিয়ে আসছে আর আমি এর কিছুই জানি না। তক্ষুনি ডাউনলোড করে নিলাম ভি.এল.সি প্লেয়ারটা। সিঙ্গেল এক্সিকিটেবল ফাইল, পেন ড্রাইভে নিলাম, ইন্সটল করার ঝামেলা থেকে মুক্ত থেকে সবগুলো মিডিয়া ফাইল ভিএলসি দিয়ে চালিয়ে চেক করে নিলাম। ভিএলসির সুবিধাটা হচ্ছে এতে আলাদা কোনো মিডিয়া কোডেক ডাউনলোড করা লাগে না। আর এই পোর্টেবল ভার্সন গুলোতে সব ডিপেন্ডেন্সি ফাইল এমবেড করে দেয়াই আছে, তাই একদম ঝামেলা মুক্ত (ধন্যবাদ এগুলোর পাবলিশারকে)।
sshot 43 সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন ডাউনলোড করুন | Techtunes
sshot 44 সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন ডাউনলোড করুন | Techtunes
সাইটের সফটওয়্যার এর একাংশ
sshot 46 সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন ডাউনলোড করুন | Techtunes
সাইটের সফটওয়্যার এর একাংশ
কিভাবে ডাউনলোড করতে হয়?
  • প্রথমে পোর্টেবল লিনাক্স এপস এই ওয়েব সাইটে যান।
  • প্রথম পাতায়ই দেখুন সব সফটওয়্যার এর লিস্ট দেয়া আছে। জাস্ট আইকনের উপরে ক্লিক করুন, ডাউনলোড শুরু হয়ে যাবে।
  • এবার ডাউনলোড শেষ হলে যে ফাইলটাইয় right mouse button ক্লিক করে properties এ যান।
sshot 49 সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন ডাউনলোড করুন | Techtunes
প্রোপার্টিজ মেনু
  • এখানে দেখুন একটা check box এর পাশে লেখা আছে ‘allow execute file as program’, এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে বের হয়ে আসুন।
sshot 50 সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন ডাউনলোড করুন | Techtunes
এখানে চেক বক্সে টিক দিচ্ছি
  • এবার ডাবল ক্লিক করুন আর উপভোগ করুন সম্পূর্ণ পোর্টেবল লিনাক্স এপ্লিকেশন।

No comments:

Post a Comment