চোখেমুখে একটা হালকা গাম্ভীর্য। ভাবুক চেহারার মধ্যে কোথাও যেন একটা প্রচ্ছন্ন অংহকারও লুকিয়ে রয়েছে। আবার জেনেবুঝে ভুল করার জন্য চেহারায় একটা অপরাধ বোধও রয়েছে। খুব চেনা লাগছে? মনে পড়ে ‘টোয়াইলাইট’-এর সেই রহস্যময় কিন্তু বহু আকাঙ্ক্ষিত চরিত্র ‘এডওয়ার্ড’, সব মেয়েই যাঁর প্রতি আকৃষ্ট। সিনেমা নয়, বাস্তবেও এমন ধরনের ছেলেদেরই পছন্দ করে মেয়েরা, দাবি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসিকা ট্রেসির।
মঙ্গলবার আমেরিকার মনস্তত্ত্ব বিষয়ক পত্রিকা ‘ইমোশন’-এ প্রকাশিত হল তাঁর নেতৃত্বে করা এক সমীক্ষার ফলাফল। সমীক্ষায় গবেষকেরা যাচাই করে দেখেন মেয়েদের কেমন ছেলে আর ছেলেদের কেমন মেয়ে পছন্দ। স্বাভাবিক ভাবেই ছেলে-মেয়ে দু’পক্ষই অংশ নিয়েছিলেন। প্রধান গবেষক ট্রেসি জানান, ছেলেদের দেয়া হয় মেয়েদের ছবি, আর মেয়েদের দেওয়া হয় ছেলেদের ছবি। বলা হয় নিজেদের পছন্দের নারী ও পুরুষ বেছে নিতে। দেখা যায়, হাসিখুশি পুরুষের চেয়ে গম্ভীর, ভাবুক প্রকৃতির পুরুষেই মেয়েদের আগ্রহ বেশি।
মেয়েদের ক্ষেত্রে কিন্তু আকর্ষণের রসায়ন একেবারে উল্টো। লাজুক চেহারা আর মিষ্টি হাসিতে সহজেই বাজিমাত করে দিতে পারে তাঁরা, জিতে নিতে পারে পুরুষ হৃদয়।
তবে যে হাসি মেয়েদের মুখে আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাই কেন মেয়েদের চোখে পুরুষের চেহারায় বেমানান তাঁর উত্তর দিতে পারেননি ট্রেসি। তিনি জানান, সমীক্ষার ফল বলছে শুধু বেমানান নয়, ছেলেদের মুখে একগাল হাসি নাকি খানিক মেয়েলিও বটে।
তবে সব শেষে গবেষকরা এ কথাও জানিয়ে দিয়েছেন, তাঁদের গবেষণার ফলাফলে যেন ছেলেদের মুখ থেকে হাসি মিলিয়ে না যায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হাসিখুশি এবং সুখী হওয়াই সবচেয়ে জরুরি।
No comments:
Post a Comment