পৃষ্ঠাসমূহ

June 16, 2011

Blu-Ray প্রযুক্তির ইতিহাস

আমরা DVD সাথে পরিচয় হয়েছি ১৯৯৭তে এবং সে বছরই প্রথম ভিডিও সংরক্ষর মাধ্যম হিসেবে DVD ব্যাবহার হয়
তারপর Blu-ray আসে পরিচিত হই High-Definition (HD) ভিডিওর সঙ্গে, যা পরিচালনা করতে ডিভিডির 4GB বা 8GB ডাটা ধারন ক্ষমতাও যথেষ্ট নয় Blu-ray ডিস্ক, যেটি একটি high-density আলোক সম্বন্ধীয় ডিস্ক যা বহুল পরিমান ডাটা সংরক্ষণ করতে সক্ষম, আর এতেই ব্যাবহার হয় High-Definition (HD) ভিডিও DVD থেকে এই Blu-ray পরিবর্তন রাতারাতি ঘটে নেই, Blu-ray প্রযুক্তির আজ অবদি আসার দীর্ঘ ইতিহাস আছে, এটি শুধু আরম্ভ

প্রথম যেটা মাথায় আসেকেন এই নাম ?
সধারন DVD একটি লাল লেসার ব্যবহার করে , যা আপনি “Rainbow Studies” থেকে জানেন,”Rainbow Studies” এর মধ্যে নীল বা বেগুনী রঙের একটি রশ্মি আছে যা লাল রশ্মির তুলনায় অধিক দৈর্ঘ্য, আর এই রশ্মির পার্থক্যটি Blu-Ray ডিস্ক সাধার DVD তুলনায় প্রায় ১০ গুন বেশি পরিমাণ ডাটা সংরক্ষণ করার অবদান রাখে
Blu-Ray কে তৈরি করে ?
UCSB ইঞ্জিনিয়ারিং মহাবিদ্যালয়ে এক জন অধ্যাপকশুজি নাকামুরা” (Shuji Nakamura) প্রথম এই নীল লেসার প্রযুক্তির উপর আলোকপাত করেন পরে সোনি (Sony) এই প্রযুক্তির উপর কাজ শুরু করে ২০০০ সালে ২০০২তে, Blu-ray ডিস্ক Founders গঠন করা হয় তারা এটিকে ‘Blu-ray’ প্রকল্প নামে ঘোষণা করে
২০০৪তে, Blu-ray ডিস্ক Founders Blu-ray ডিস্ক সমিতি তাদের নাম পরিবর্তন করে রাখে BDA(Blu-ray Disc Association) , এবং ডিস্কের জন্য সুনির্দিষ্ট বিবরণ সম্পূর্ণ করে ২০০৬তে BD-ROM নামে প্রথম Blu-ray প্লেয়ার বাজারে আসে কিন্তু তার মাত্র কয়েক মাস আগে Toshiba কোম্পানি HD DVD player নামে একটি প্লেয়ার বাজারজাত করে এখানেই শুরু হয় ফরম্যাট যুদ্ধ “format war”

Blu-ray V.S HD DVD
Toshiba কোম্পানি HD DVD ফরম্যাট আনাতে তাৎক্ষনিকভাবে প্রাথমিক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল তখন VHS এবং BetaMaxএর মধ্যে videotape ফরম্যাট যুদ্ধের মত ছিল
এই “format war” কোন কোম্পানি মাঠ ছেড়ে দিতে রাজি ছিল না, আর বাজারের অনন্য কোম্পানি গুলো কার পক্ষ নিতে চাইছিল না
বলা- যায় না কে জিতে !কারন HD (High Density optical disc)প্রযুক্তি প্রায় একই ভাবে কাজ করে এতে চলচ্চিত্র কোম্পানি গুলো খুবই বিপাকে পরে
অবশেষে চলচ্চিত্র পরিবেশক(notably Best Buy & Netflix) ব্লু-রে পক্ষ নেয়, কারন ততদিনে সোনি (Sony) গামেস প্লেয়ার PS3তে ব্লু-রে সংযোগ করেছে
২০০৮ Toshiba অফিসিয়ালি HD DVD ডেভেলপমেন্টর কাজ বন্দ করে দেয়
এভাবেই শেষ হয় “format war” , আর আমরা পাই Blu-ray কে

No comments:

Post a Comment