পৃষ্ঠাসমূহ

June 10, 2011

শখ-সারিকার মন্তব্যে হতবাক:



এরই মাঝে শখ অভিনীত একটি ছবি মুক্তি পেয়েছে। ঢালিউডের কিং খান হিসেবে খ্যাত শাকিব খানের বিপরীতে শখ অভিনীত সে ছবিটি মোটামুটি ব্যবসা সফল হয়েছে। শাকিব খান-অপু বিশ্বাস জুটির সফলতাকে অতিক্রম করতে না পারলেও শাকিব খান-শখ জুটিরবল না তুমি আমারছবিটি শাকিব খান-মীম জুটির আমার প্রাণের প্রিয়া ছবির তুলনায় অনেক ভালো ব্যবসা করেছে। অন্যদিকে সারিকা এখনও বড় পর্দায় নাম লেখাননি। অথবা লেখাতে পারেননি। সে যাই হোক না কেন, ইদানীং টিভি এবং পত্রপত্রিকায় সারিকা আর শখ সিনেমা নিয়ে যেসব মন্তব্য করছেন তাতে হতবাক হয়েছেন সিনেমাওয়ালারা। তাদের কিছু মন্তব্য উল্লেখ করলেই বোঝা যাবে কেন সিনেমার মানুষ তাদের বক্তব্যে হতবাক হয়েছেন এবং সিনেমার সর্বত্র এখন তাদের মন্তব্য নিয়ে আলোচনা চলছে। কয়েকদিন আগে একটি টিভি অনুষ্ঠানে শখ তার প্রথম ছবির অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নানা কথার মাঝে বলেন, আসলে আমি সিনেমাভিনয় করতেই চাইনি। অনেকটা ঝোঁকের বসে করে ফেললাম। আর আমার প্রথম ছবি মুক্তির পর আমি যখন মধুমিতা সিনেমা হলে বোরকা পরে ছবি দেখতে গিয়েছি তখন আমার চোখ আর পা দেখে দর্শক চিনে ফেলে। তারপর বেঁধে যায় জটলা। আমি কোনো রকমে পার পাই। তিনি আরও বলেন, পর্দায় যখন আমি প্রথম আসলাম তখন সিনেমা হলের দর্শকের চিত্কার আর হাততালিতে আমি অবাক হয়েছি। দর্শকদের বলাবলি করতে শুনেছিএই প্রথম আমাদের দেশে মুম্বাই হিন্দি ছবির মতো একজন নায়িকা এলেন।

শখের এই মন্তব্য শুনে টিভি দর্শকরা হেসেছেন না কেঁদেছেন তা বোঝা ভার। তবে বিস্মিত হয়েছেন এটা নিশ্চিত। কেননা বোরকা পরা সত্ত্বেও শখের চোখ আর পা দেখে সাধারণ মানুষ যদি চিনতে পারে তাহলে বলতে হবে দেশের মানুষ সম্ভবত সিনেমা দেখতে যান জ্যাকি চ্যান অভিনীত রাশ আওয়ার ছবিতে নায়কের ব্যবহৃত একটি বিশেষ চশমা পরে। যে চশমা পরলে ড্রেসের ভেতরের মানুষটাকে দেখা যায়। অথবা সাধারণের সঙ্গে নায়িকা শখের সখ্য এমন যে, তার যে কোনো অঙ্গই তাদের অতি পরিচিত। শখ নিজেই বলেছেন দর্শক তাকে দেখে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এই প্রথম কোনো মুম্বাই নায়িকার মতো নায়িকা আমাদের সিনেমায় এলেন! কেন, শখ কী এবারই প্রথম মিডিয়ায় এলেন। যে নায়িকাকে প্রতিদিন গড়ে এক হাজার বার টিভি পর্দায় দেখা যায়, তার ফিগার, যোগ্যতা সম্পর্কে নতুন করে মন্তব্য করার কী আছে। সিনেমায় তিনি কী আকাশ থেকে এসেছেন নাকি? এত গেল শখের কথা। এবার শুনি সারিকার মন্তব্য। গত ঈদে বাংলাভিশনের সিনেমার গানের লাইভ একটি অনুষ্ঠানে এসেছিলেন সারিকা। প্রথম কথা হলো যিনি আজও সিনেমাতে কাজই করেননি, কাজ করার জন্য চুক্তিবদ্ধও হননি তাকে কেন সিনেমার গানের অনুষ্ঠানে অতিথি করা হলো তা বোধগম্য নয়। সারিকাই বা সিনেমার গানের অনুষ্ঠানে অতিথি হতে কেন রাজি হলেন তা বোঝা গেল না! যা হোক ওই অনুষ্ঠানে সারিকা বার বার বলেছেন, আমি আপাতত সিনেমায় অভিনয় করব না, কারণ আমি অনেক ছোট। প্রশ্ন হচ্ছে সিনেমার নায়িকা হওয়ার জন্য কতটুকু বড় হতে হয়? মডেলিং বা নাটকের নায়িকা হয়ে কাজ করতে পারলে সিনেমার নায়িকা হওয়ার জন্য আলাদা বয়স লাগে এটা জানার পর সিনেমার অনেক প্রযোজক-পরিচালকই অবাক হয়েছেন! সারিকা আরও বলেছেন অনেক ছবির প্রস্তাব আসছে, প্রায় প্রতিদিনই ছবির প্রস্তাব পাচ্ছি কিন্তু আমি রাজি হচ্ছি না। ভীষণ প্রশ্ন করতে ইচ্ছে করছিলকোন কোন প্রযোজক আর পরিচালক আপনাকে পর্যন্ত সিনেমাভিনয়ের প্রস্তাব দিয়েছেন? কিন্তু উপস্থাপিকা সারিকাকে সামনে পেয়েই খুশি ছিলেন বলে এমন প্রশ্ন করেননি! একই কথা বলেছেন শখও। তিনি বলেছেন, অনেক প্রস্তাব পাচ্ছি কিন্তু এখনই আর নতুন ছবিতে কাজ করব না। একটি ছবিতে অভিনয় করেছেন, আপনার পা দেখে দর্শক চিনেছেন, আপনাকে দেখে দর্শক বলেছেন মুম্বাই হিন্দি ছবির মতো এই প্রথম কোনো নায়িকা এলেন, আপনার ছবি আপনার ভাষায় সুপার-ডুপার হিট। তারপরও আপনি সিনেমাভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেনকেন? এই কেনর কোনো যুক্তিসঙ্গত উত্তর হয়তো শখের কাছে নেই। নেই সিনেমার নায়িকা হওয়ার সঠিক বয়স কত? সেই প্রশ্নেরও সঠিক উত্তর। তাহলে শখ-সারিকারা এসব কী বলছেন মিডিয়ায়? প্রথম ছবিতে ভালো রেসপন্স পাওয়ার পরও রহস্যজনক কারণে আমাকে নিয়ে এখনও কোনো নির্মাতা-নির্দেশক আগ্রহ দেখাচ্ছেন না, এটা ভেবে আমি নিজেই হতবাক হচ্ছিশখ যদি এমন কথা বলতেন তাহলে হয়তো দর্শকও খুশি হতেন আর শখের প্রতি শ্রদ্ধা আরও বাড়ত। বয়সের কথা না বলে সিনেমাভিনয়ের জন্য আমি কাঙ্ক্ষিত প্রস্তাব পাচ্ছি নাএমন কথা বললে হয়তো সারিকাও দর্শক আনুকূল্য পেতেন। তা না করে তারা যা বলছেন তাতে সিনেমাওয়ালাদের হতবাক হওয়া ছাড়া উপায় কী?

No comments:

Post a Comment