ভার্বাল সেকশন:
১. ভার্বাল সেকশন থেকে antonyms আর analogy বাদ দেয়া হয়েছে
২. তিন ধরনের টেস্ট থাকবে
• Reading Comprehension
**কম্প্রেহিনসন পড়ে MCQ এর উত্তর দিতে হবে। কিছু ক্ষেত্রে ১টা উত্তর থাকবে
**আর কিছু ক্ষেত্রে একাধিক উত্তর থাকবে। একাধিক উত্তরের ক্ষেত্রে প্রশ্নতেই তা বলা থাকবে আর আংশিক সঠিক উত্তর ভুল বলে গণ্য হবে।
** আরেকটা হচ্ছে Select in Passage. অর্থাৎ প্রশ্নের উত্তর প্যাসেজে সেন্টেন্সে সিলেক্ট করে হাইলাইট করতে হবে
• Text Completion
*** সোজা কথায় শূন্যস্থান পূরণ। ৪-৫ লাইনের বাক্যে ১-৩ টা গ্যাপ থাকবে। ৩টা গ্যাপ থাকলে প্রতি গ্যাপের জন্য ৩টা করে অপশন। আর ১টা গ্যাপ থাকলে ৫ট অপশন।
• Sentence Equivalence
এখানে ১টি বাক্য থাকবে যেখানে একটি শূণ্যস্থান থাকবে। সাথে থাকবে ৬টি অপশন। উত্তর হবে ২টি। আওংশিক উত্তর অর্থাৎ ১টি সঠিক দিলে কোনো ফায়দা নাই।
২. তিন ধরনের টেস্ট থাকবে
• Reading Comprehension
**কম্প্রেহিনসন পড়ে MCQ এর উত্তর দিতে হবে। কিছু ক্ষেত্রে ১টা উত্তর থাকবে
**আর কিছু ক্ষেত্রে একাধিক উত্তর থাকবে। একাধিক উত্তরের ক্ষেত্রে প্রশ্নতেই তা বলা থাকবে আর আংশিক সঠিক উত্তর ভুল বলে গণ্য হবে।
** আরেকটা হচ্ছে Select in Passage. অর্থাৎ প্রশ্নের উত্তর প্যাসেজে সেন্টেন্সে সিলেক্ট করে হাইলাইট করতে হবে
• Text Completion
*** সোজা কথায় শূন্যস্থান পূরণ। ৪-৫ লাইনের বাক্যে ১-৩ টা গ্যাপ থাকবে। ৩টা গ্যাপ থাকলে প্রতি গ্যাপের জন্য ৩টা করে অপশন। আর ১টা গ্যাপ থাকলে ৫ট অপশন।
• Sentence Equivalence
এখানে ১টি বাক্য থাকবে যেখানে একটি শূণ্যস্থান থাকবে। সাথে থাকবে ৬টি অপশন। উত্তর হবে ২টি। আওংশিক উত্তর অর্থাৎ ১টি সঠিক দিলে কোনো ফায়দা নাই।
Quantitative সেকশনঃ
১. MCQ টাইপের উত্তর
২. উত্তর ১টাও হতে পারে, একাধিকও হতে পারে।
৩. Numeric Entry Box থাকবে, যেখানে কোনো অপশন সিলেক্ট না করে উত্তর বক্সে টাইপ করতে হবে। আর এজন্য থাকবে On Screen Calculator
২. উত্তর ১টাও হতে পারে, একাধিকও হতে পারে।
৩. Numeric Entry Box থাকবে, যেখানে কোনো অপশন সিলেক্ট না করে উত্তর বক্সে টাইপ করতে হবে। আর এজন্য থাকবে On Screen Calculator
আরও যা থাকছেঃ
১. Analytical section এ ২টি টাস্ক থাকবে। প্রতিটি ৩০ মিনিটের
২. ভার্বালে ২টি সেকশন। প্রতিটিতে প্রায় ২০টি প্রশ্ন। প্রতি সেকশন ৩০মিনিট
৩. Quantitative section ২টি। প্রতি সেকশনে ২০টি প্রশ্ন। প্রতি সেকশন ৩০মিনিট
৪. Scoring পদ্ধতিতে পরিবর্তন আসবে। আগের ২০০-৮০০ স্কেলের পরিবর্তে ১৩০-১৭০ স্কেল
৫. সেকশনের মাঝে যেকোনো উত্তর যেকোনো সময় এডিট বা পরিবর্তন করতে পারবেন
৬. Mark and Review অপশনের মাধ্যমে কোনো প্রশ্ন skip করে যেতে পারবেন যা ট্যাগ হয়ে থাকবে এবং পরবর্তীতে জাম্প করে ফিরে এসে তার উত্তর দিতে পারবেন।
১. Analytical section এ ২টি টাস্ক থাকবে। প্রতিটি ৩০ মিনিটের
২. ভার্বালে ২টি সেকশন। প্রতিটিতে প্রায় ২০টি প্রশ্ন। প্রতি সেকশন ৩০মিনিট
৩. Quantitative section ২টি। প্রতি সেকশনে ২০টি প্রশ্ন। প্রতি সেকশন ৩০মিনিট
৪. Scoring পদ্ধতিতে পরিবর্তন আসবে। আগের ২০০-৮০০ স্কেলের পরিবর্তে ১৩০-১৭০ স্কেল
৫. সেকশনের মাঝে যেকোনো উত্তর যেকোনো সময় এডিট বা পরিবর্তন করতে পারবেন
৬. Mark and Review অপশনের মাধ্যমে কোনো প্রশ্ন skip করে যেতে পারবেন যা ট্যাগ হয়ে থাকবে এবং পরবর্তীতে জাম্প করে ফিরে এসে তার উত্তর দিতে পারবেন।
No comments:
Post a Comment