পৃষ্ঠাসমূহ

June 16, 2011

GRE এর নতুন নিয়মে সম্পর্কে কিছু কথা…


ভার্বাল সেকশন:
. ভার্বাল সেকশন থেকে antonyms আর analogy বাদ দেয়া হয়েছে
. তিন ধরনের টেস্ট থাকবে
• Reading Comprehension
**
কম্প্রেহিনসন পড়ে MCQ এর উত্তর দিতে হবে। কিছু ক্ষেত্রে ১টা উত্তর থাকবে
**
আর কিছু ক্ষেত্রে একাধিক উত্তর থাকবে। একাধিক উত্তরের ক্ষেত্রে প্রশ্নতেই তা বলা থাকবে আর আংশিক সঠিক উত্তর ভুল বলে গণ্য হবে।
**
আরেকটা হচ্ছে Select in Passage. অর্থাৎ প্রশ্নের উত্তর প্যাসেজে সেন্টেন্সে সিলেক্ট করে হাইলাইট করতে হবে
• Text Completion
***
সোজা কথায় শূন্যস্থান পূরণ। - লাইনের বাক্যে - টা গ্যাপ থাকবে। ৩টা গ্যাপ থাকলে প্রতি গ্যাপের জন্য ৩টা করে অপশন। আর ১টা গ্যাপ থাকলে ৫ট অপশন।
• Sentence Equivalence
এখানে ১টি বাক্য থাকবে যেখানে একটি শূণ্যস্থান থাকবে। সাথে থাকবে ৬টি অপশন। উত্তর হবে ২টি। আওংশিক উত্তর অর্থাৎ ১টি সঠিক দিলে কোনো ফায়দা নাই

Quantitative সেকশনঃ
. MCQ টাইপের উত্তর
. উত্তর ১টাও হতে পারে, একাধিকও হতে পারে।
. Numeric Entry Box থাকবে, যেখানে কোনো অপশন সিলেক্ট না করে উত্তর বক্সে টাইপ করতে হবে। আর এজন্য থাকবে On Screen Calculator

আরও যা থাকছেঃ
. Analytical section ২টি টাস্ক থাকবে। প্রতিটি ৩০ মিনিটের
. ভার্বালে ২টি সেকশন। প্রতিটিতে প্রায় ২০টি প্রশ্ন। প্রতি সেকশন ৩০মিনিট
. Quantitative section ২টি। প্রতি সেকশনে ২০টি প্রশ্ন। প্রতি সেকশন ৩০মিনিট
. Scoring পদ্ধতিতে পরিবর্তন আসবে। আগের ২০০-৮০০ স্কেলের পরিবর্তে ১৩০-১৭০ স্কেল
. সেকশনের মাঝে যেকোনো উত্তর যেকোনো সময় এডিট বা পরিবর্তন করতে পারবেন
. Mark and Review অপশনের মাধ্যমে কোনো প্রশ্ন skip করে যেতে পারবেন যা ট্যাগ হয়ে থাকবে এবং পরবর্তীতে জাম্প করে ফিরে এসে তার উত্তর দিতে পারবেন

No comments:

Post a Comment