আরে নাহ! ঐ রকম না!
পাশাপাশি দুইটা গাড়ি ৬০ কি.মি/ ঘন্টায় চলছে। তারমানে কি তাদের স্পিড ১২০ কি.মি হয়ে গেল!
Clock Speed বেশি হলেই যে আপনার কম্পিউটার পঙ্খিরাজ হয়ে যাবে এমন না!
এর সাথে Cache Memory ও যুক্ত।
· Cache Memory:
আপনার কম্পিউটারের সবচেয়ে বড় Memory হলো Hard Disk এবং এখান থেকে ডাটা আদান-প্রদান করতে Processor এর বেশি সময় লাগে।
দ্বিতীয় বড় Memory হলো, RAM। এখান থেকে ডাটা আদান-প্রদান করতেও Processor এর বেশ সময় লাগে।
এই সব সময়ক্ষেপণ দূর করতে এক ধরণের Memory যুক্ত করা হয়েছে প্রসেসর এর সাথে। যার নাম Cache Memory।
এখান থেকে ডাটা আদান-প্রদান করতে Processor এর সবচেয়ে কম সময় লাগে। এখানে সে এমন সব ডাটা জমা রাখে যে গুলো খুব অল্প সময়ের মধ্যে বারবার ব্যবহার করা হচ্ছে।
একটা উদাহরণ দেই।
ধরুন আপনার মাসের বেতনের একটা বড় অংশ আপনি ব্যাংকে রেখে দেন। তারপর প্রয়োজন মত সেখান থেকে তুলে সারামাস কাটিয়ে দেন।
আবার টাকার কিছু অংশ রাখেন আপনার বাসায় আলমারিতে। যেন দুইদিন পর পর ব্যাংকে যাওয়া না লাগে।
আবার কিছু অংশ রাখেন আপনার পকেটে! যেন অল্প প্রয়োজনে বারবার আলমারি খুলতে না হয়।
এবার তুলনা করুন,
সিপিউ তার কিছু ডাটা রাখে HardDisk এ, কিছু RAM এ, আর কিছু Cache Memory তে!
Cache Memory যদি বড় হয়, তাহলে সে processor এর কার্যক্ষমতা অনেক বেড়ে যায়।
তাহলে Clock Speed এখানে কি করে?
Clock Speed যত বেশি হবে তত বেশি দ্রুত সে Cache Memory থেকে ডাটা নিবে!
· CORE,DUAL CORE, QUAD CORE:
Core হলো processor এর একটা অংশ, সেই মূলত হিসাব-নিকাশ করে, নির্দেশ পালন করে!
সুতরাং, Dual Core processor মানে কি দাঁড়ায়?
একের ভেতর দুই!
FRONT-SIDE BUS (FSB):
front-side bus হলো, আপনার প্রসেসর এর সাথে RAM কত স্পিডে যোগাযোগ করতে পারছে সেটা!
আসলে, শুধু মাত্র RAM না, বরং বলা চলে Memory Controller এর সাথে যোগাযোগ রাখে।
আবার এই Memory Controller এর সাথে যোগাযোগ আছে আপনার I/O Controller এর!
এতকিছু যদি বুঝতে না চান, তাহলেও কোন সমস্যা নেই।
FSB এর ব্যাপারে সে ধরণের একটি সমাধান আনা হয়েছে!
· Core i3,Core i5, Core i7:
The latest version of processor is Core i3, Core i5, Core i7 which is speedier then others. And Core i7 is best of them. There are 4 Core in every processor at this series of Core i.
No comments:
Post a Comment