পৃষ্ঠাসমূহ

June 7, 2011

আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয়? সমাধান করুন।

আসলে সমস্যার কারন হলো - উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয় এজন্য বেশি সময় নেয় আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন

  1. "Start" ক্লিক করুন।
  2.  "Run" যান।
  3. regedit লিখুন এবং এন্টার দিন।
  4.  Registry Editor খুলবে।
  5. ওখান থেকে HKEY_LOCAL_MACHINE যান। ডাবল ক্লিক করুন।
  6.  আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন।
  7.  SYSTEM ক্লিক করুন।
  8. Control থেকে Session Manager যান এবং
  9. Memory Management মেনুটি খুজে বের করুন।
  10. Clear Page At Shutdown যান এবং
  11. ClearPageAtShutdown ভ্যালুটি ( শূন্য ) করে দিন

রিস্টার্ট করুন

No comments:

Post a Comment