অনেকে আমার আগের উবুন্টুর টিউন পড়ে উবুন্টুতে নেট কানেক্ট কি ভাবে করা হয় তা জানেত চেয়েছিলেন, তাই যারা উবুন্টুতে নেট কানেক্ট করতে পারেন না বলে উবুন্টু ব্যবহার থেকে বিরত থাকেন তাদের সাহায্য করবে আমার এই টিউন।আপনারা হয়তো উবুন্টু লোড করে বুঝতে পেরে গেছেন উবুন্টুতে বেশীর ভাগ ড্রাইভার নিজে থেকে ই লোড হয়ে যায় যার ব্যতিক্রম ঘটে না আপনার মোবাইল এর মডেম ড্রাইভারের ক্ষেত্রেও তাই নেট কানেক্ট করা জন্য Windows এর মতোন আপনাকে কোন ড্রাইভার লোড করতে হবে না। প্রথমে আপনার মডেমটাকে কানেক্ট করুন ডাটা কেবল দিয়ে আর ডাটা কেবল না থাকলে
ব্লুটুথ দিয়ে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হলে আপনার করনীয়ব্লুটুথ দিয়ে নেট কানেক্ট করতে হলে আপনাকে একটা সফটওয়ার লোড করতে হবে যার নাম Blueman Device Manager
UBUNTU এর উপরের প্যানেলে থাকা এই সিম্বলের উপর ক্লিক করুন ও ও নিচের মতোন স্ক্রীন আসবে ওখানে Search তে ক্লিক করুন তার আগে আপনার মোবাইলে ব্লুটুথকে আন করে দিবেন।
ও ধরে নিলাম উপরের ছবির মতোন আপনার ফোন নাকে ব্লুটুথ ম্যান ডিভাইস পেয়ে গেছে এবার মোবাইলের ছবির উপর ক্লিক করে pari করে নিন ও পেয়ার হয়ে গেলে পুনরায় মোবাইলের ছবির উপর ক্লিক করুন ও Dial-Up Networking সিলেক্ট করুন
ও মোবাইলে Yes করে নিন ও নিচের পদ্ধতি অনুসরন করুন।
Blueman ব্যবহার না করেও ব্লুটুথ দিয়ে নেট কানেকশন করতে হলে নিচের পদ্ধতি অনুসরন করুন। প্রথমে ব্লুটুথ লাগিয়ে Set up new device মেনুতে ক্লিক করুন
তার পর পেয়ার করুন
পেয়ার করা হলে নিচের ছবির মতো Option দেখাবে ওখানে ওকে ঠিক দিন তার পর ডাটা কেবল কানেকশনের মতো উন্ডোজ আসবে বাকি টা পরের মতো ই
ডাটা কেবল দিয়ে Ubuntu তে নেট কানেকশ করতে
UBUNTU এর উপরের প্যানেলে থাকা এই সিম্বলের উপর ক্লিক করুন (নীল রং করে দেওয়া আইকন)
এর পরের ধাপে আপনি য়ার কানেকশন ব্যবহার করে নেট ব্যবহার করবেন সেটি সিলেক্ট করুন
সবুজ রং এর অংশটি তে আপনার APN যদি আলাদা হয় সেটি লিখুন
ও নিচের ছবি আনুসরন করলেই আপনি পারবেন আর যারা ল্যানের মাধ্যমে ও নেট কনেক্ট করবেন একই পদ্ধতি অনুসরন করুন
No comments:
Post a Comment